হোম > সারা দেশ > বরিশাল

পুলিশের গুলিতে নিহত অটোচালকের স্ত্রীর মানবেতর জীবন 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

কোটাসংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় মসজিদ থেকে ফেরার পথে অটোচালক আমির তালুকদার পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুতে তিনটি শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন স্ত্রী মোসা আন্নি আক্তার। তিনি সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

জানা গেছে, নিহত আমির হোসেন তালুকদার ছোট বেলায় কাজের সন্ধানে ঢাকায় যান। ২০১৬ সালে মুন্সিগঞ্জের মেয়ে মোসা আন্নি আক্তারকে বিয়ে করেন আমির। ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। আরমান (৬), আরিয়ান (৪) ও আমেনা (১) নামে তিনটি সন্তান রয়েছে তাদের।

 ঘটনার দিন (১৯ জুলাই) আমির হোসেন জুমার নামাজ পড়তে রামপুরা মোল্লা টাওয়ার সংলগ্ন মসজিদে যান। নামাজ শেষে বাসায় ফিরছিল আমির তালুকদার। ওই সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশের তিনটি গুলি এসে তার শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামে দাফন করেন।

স্বামীকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন স্ত্রী মোসা আন্নি আক্তার। তিনি কান্না জনিত কণ্ঠে বলেন, ‘আমার আর কিছুই রইল না। স্বামী পুলিশের গুলিতে মারা না গিয়ে আমি মারা গেলে অনেক ভালো হতো। এখন আমার তিন সন্তানকে কে ভরন পোষণ দিবে? আমি কীভাবে তাদের লালন পালন করব?’

নিহতের চাচা জাকির হোসেন তালুকদার বলেন, ‘গত ১৯ জুলাই ঢাকায় আন্দোলন চলাকালে আমার ভাতিজা আমির হোসেন তালুকদার পুলিশের গুলিতে নিহত হয়। আমিন হোসেন স্ত্রী ও তিনটি শিশু সন্তান রেখে গেছেন। ওই শিশু সন্তানদের ভরন শোষণের কেউ রইল না। আমির হোসেনের স্ত্রী আন্নি আক্তার তিন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।’ তিনি সরকারের কাছে তাদের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম খাঁন বলেন, ‘নিহত আমির হোসেন তালুকদারের বাড়িতে পুলিশ পাঠিয়ে ঘটনা জেনেছি। তার নিহতের ঘটনাস্থল ঢাকায়। ওই স্থানের পুলিশই ব্যবস্থা নেবেন।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘নিহত আমির হোসেনের বাড়ি পরিদর্শন করেছি। তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সেকশন