ভোলার লালমোহনে নারিকেল গাছ থেকে পড়ে আজ শুক্রবার সকালে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের নাম জিহাদ হোসেন (১৫)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের কালাম ব্যাপারীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জিহাদ পাশের শিকদার বাড়ির নারিকেল গাছে উঠে। একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'