হোম > সারা দেশ > বরিশাল

পাওনা পাইয়ে দিতে ‘খরচ’ নিল পুলিশ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে ধার দেওয়া ৫০ হাজার টাকা আদায় করে দিতে পুলিশ ‘খরচ হিসেবে’ ১৫ হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মুলাদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জিত চন্দ্র দে ও ওয়্যারলেস অপারেটর শফিউলের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার দুপুরে মুলাদী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার দক্ষিণ গাছুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ খানের ছেলে সজীব হোসেন খান তিনজনের বিরুদ্ধে মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুলাদী পোস্ট অফিসের কর্মচারী মাজেদ রাড়ী উপজেলা রিসোর্স সেন্টারের কম্পিউটার অপারেটর মিজানুর রহমানের কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন। টাকা পেতে মিজান সজীবের সহযোগিতায় থানায় অভিযোগ করেন। পরে পুলিশের মধ্যস্থতায় মিজান ৫০ হাজার টাকা ফেরত পান।

সেখান থেকে তিনি সজীবকে ১৫ হাজার টাকা দিলে পুলিশকে খরচ বাবদ ২ হাজার টাকা দেওয়া হয়।

সজীব জানান, এএসআই সঞ্জিত পুরো ১৫ হাজার টাকাই দাবি করছিলেন। টাকা না দিলে মামলায় গ্রেপ্তারের ভয় দেখাতেন তিনি। বুধবার সবীজকে থানায় ডেকে নিয়ে ১৩ হাজার টাকা আদায় করা হয়।

এএসআই সঞ্জিত অভিযোগ অস্বীকার করে বলেছেন, সজীব পুলিশের নাম ভাঙিয়ে মিজানের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছিলেন। তাই তাঁকে থানায় ডেকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা রাখা হয়েছে।

এ বিষয়ে মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন