Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পাওনা পাইয়ে দিতে ‘খরচ’ নিল পুলিশ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

পাওনা পাইয়ে দিতে ‘খরচ’ নিল পুলিশ

বরিশালের মুলাদীতে ধার দেওয়া ৫০ হাজার টাকা আদায় করে দিতে পুলিশ ‘খরচ হিসেবে’ ১৫ হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মুলাদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জিত চন্দ্র দে ও ওয়্যারলেস অপারেটর শফিউলের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার দুপুরে মুলাদী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার দক্ষিণ গাছুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ খানের ছেলে সজীব হোসেন খান তিনজনের বিরুদ্ধে মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুলাদী পোস্ট অফিসের কর্মচারী মাজেদ রাড়ী উপজেলা রিসোর্স সেন্টারের কম্পিউটার অপারেটর মিজানুর রহমানের কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন। টাকা পেতে মিজান সজীবের সহযোগিতায় থানায় অভিযোগ করেন। পরে পুলিশের মধ্যস্থতায় মিজান ৫০ হাজার টাকা ফেরত পান।

সেখান থেকে তিনি সজীবকে ১৫ হাজার টাকা দিলে পুলিশকে খরচ বাবদ ২ হাজার টাকা দেওয়া হয়।

সজীব জানান, এএসআই সঞ্জিত পুরো ১৫ হাজার টাকাই দাবি করছিলেন। টাকা না দিলে মামলায় গ্রেপ্তারের ভয় দেখাতেন তিনি। বুধবার সবীজকে থানায় ডেকে নিয়ে ১৩ হাজার টাকা আদায় করা হয়।

এএসআই সঞ্জিত অভিযোগ অস্বীকার করে বলেছেন, সজীব পুলিশের নাম ভাঙিয়ে মিজানের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছিলেন। তাই তাঁকে থানায় ডেকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা রাখা হয়েছে।

এ বিষয়ে মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের