কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম মো. আবু বক্কর (২)। সে ওই গ্রামের মো. রেজাউল করিম হাওলাদারের ছেলে।
এলাকাবাসী জানায়, পরিবারের সদস্যদের অগোচরে সে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুনায়েত খান লেলিন বলেন, ‘শিশুটিকে দুপুরে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে দেখি শিশুটি আগেই মারা গিয়েছে।’