হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে ১৪০০ টন টিসিবির ডাল নিয়ে জাহাজ অর্ধনিমজ্জিত

পিরোজপুর প্রতিনিধি

চট্টগ্রাম থেকে ছেড়ে আশা টিসিবির ডালবোঝাই একটি জাহাজ তেলের ট্যাংকারের ধাক্কায় তলা ফেটে ডুবে যাওয়ার আশঙ্কায় পিরোজপুরের কাউখালীতে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোরে যশোরের নোয়াপাড়া যাওয়ার পথে কাউখালীর কঁচা নদীর গাবখান চ্যানেলের কাছে তেলবোঝাই একটি ট্যাংকার ধাক্কা দিলে জাহাজের নিচের অংশ ফেটে যায়। জাহাজে ১ হাজার ৪০০ টন মসুর ডাল রয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়লে কর্তৃপক্ষ কাউখালী থানাসংলগ্ন খেয়াঘাট এলাকায় নিয়ে যায়। এর পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা এসে মশুর ডালবোঝাই এমভি স্কাই জাহাজটি দুই পাশে দুটি জাহাজ দিয়ে আটকে রাখে।  

এমভি স্কাই জাহাজের মাস্টার মো. হান্নান বলেন, টিসিবির ১ হাজার ৪০০ টন মসুর ডালভর্তি জাহাজটি চট্টগ্রাম থেকে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান নদীতে এলে রূপসা-১ নামে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর এমভি স্কাই কিছুদূর আসার পরে বুঝতে পারি তাদের জাহাজের তলা ফেটে গেছে।’

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এমভি স্কাই জাহাজটি ডাল বোঝাই করে খুলনায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে জাহাজটি ডুবে না যায় সে জন্য অন্য দুটি খালি জাহাজ পাশে টানা দিয়ে রাখে। আমরা জাহাজের মালিকপক্ষ ও মালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অন্য আর একটি জাহাজ আসলেই অতি দ্রুত মাল খালাস করে জাহাজটি ফাঁকা করা হবে।’ এগুলো টিসিবির ডাল কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তাঁরা প্রতিবেদন দাখিল করবে। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকতৃা মো. সজল মোল্লা, কাউখালী থানার ওসি মো. জাকারিয়া, পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন