পিরোজপুর প্রতিনিধি
চট্টগ্রাম থেকে ছেড়ে আশা টিসিবির ডালবোঝাই একটি জাহাজ তেলের ট্যাংকারের ধাক্কায় তলা ফেটে ডুবে যাওয়ার আশঙ্কায় পিরোজপুরের কাউখালীতে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে যশোরের নোয়াপাড়া যাওয়ার পথে কাউখালীর কঁচা নদীর গাবখান চ্যানেলের কাছে তেলবোঝাই একটি ট্যাংকার ধাক্কা দিলে জাহাজের নিচের অংশ ফেটে যায়। জাহাজে ১ হাজার ৪০০ টন মসুর ডাল রয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়লে কর্তৃপক্ষ কাউখালী থানাসংলগ্ন খেয়াঘাট এলাকায় নিয়ে যায়। এর পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা এসে মশুর ডালবোঝাই এমভি স্কাই জাহাজটি দুই পাশে দুটি জাহাজ দিয়ে আটকে রাখে।
এমভি স্কাই জাহাজের মাস্টার মো. হান্নান বলেন, টিসিবির ১ হাজার ৪০০ টন মসুর ডালভর্তি জাহাজটি চট্টগ্রাম থেকে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান নদীতে এলে রূপসা-১ নামে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর এমভি স্কাই কিছুদূর আসার পরে বুঝতে পারি তাদের জাহাজের তলা ফেটে গেছে।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকতৃা মো. সজল মোল্লা, কাউখালী থানার ওসি মো. জাকারিয়া, পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।