বরগুনা প্রতিনিধি
বরগুনা–১ (বরগুনা সদর–আমতলী–তালতলী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে টাকা নারী ভোটারদের টাকা বিলি করার অভিযোগ পাওয়া গেছে। মিছিল ও সমাবেশে উপস্থিত হতে তাঁদের টাকা দেওয়া হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে শম্ভুর পক্ষে আমতলী পৌরসভার এক কাউন্সিলরের নারীদের টাকা বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে টাকা বিতরণকে ‘সমাবেশের জন্য না, দান’ বলে দাবি করেছেন ওই কাউন্সিলর।
শুক্রবার সন্ধ্যায় টাকা বিতরণের হওয়া ভিডিওটি এই প্রতিবেদকের কাছে আসে। সেখানে দেখা যায়, আমতলী পৌরসভা মিলনায়তনে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মীর নারীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে টাকা বিতরণ করছেন। তাঁর পেছনেই রয়েছে নৌকা প্রতীকের নির্বাচনী ব্যানার। এ সময় সেখানে আরেকজন নারী কাউন্সিলর ও উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা জানান, শুক্রবার সন্ধ্যায় চাওড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রচার সমাবেশকে সামনে রেখে সেখানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে গত বৃহস্পতিবার আমতলী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করা হয়। বিকেলে উঠোন বৈঠক শেষে সন্ধ্যায় আমতলীর পৌর মেয়র মতিয়ার রহমানের বাসভবনের নিচে উপজেলা আওয়ামী লীগের নৌকার প্রচার কার্যালয়ে ডেকে শতাধিক নারীকে নগদ টাকা বিতরণ করা হয়। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করেন পৌর কাউন্সিলর ও আমতলী পৌর সভার প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর। টাকা নেওয়ার প্রমাণ রাখার জন্য ভিডিও ধারণ করে রাখা হয়।
ওই সভায় উপস্থিত থেকে টাকা নিয়েছেন এমন কয়েকজন নারী বলেন, শুক্রবার চাওড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রচার সভায় মিছিল নিয়ে উপস্থিত থাকতে তাঁদের টাকা দেওয়া হয়েছিল। কয়েকজন নারী অভিযোগ করে বলেন, এ সময় ছবি তুলতে না চাইলেও তাঁরা টাকা বিতরণের ছবি তুলে রাখেন যাতে তাঁরা অন্য কারও প্রচার সভা কিংবা মিছিলে গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।
এ বিষয়ে পৌর কাউন্সিলর হাবিবুর রহমান মীরের ফোনে নম্বরে কল করা হলে তিনি বলেন, ‘আমি একজন কাউন্সিলর, আমি প্রায়ই গরিব মানুষের মধ্যে আমার পক্ষ থেকে টাকা বিতরণ করি। এখানেও আমার পক্ষ থেকে টাকা বিতরণ করা হয়েছে।’ নির্বাচন চলাকালীন টাকা দেওয়ার বিষয়টি আচরণবিধির লঙ্ঘন এটি জানেন কি না জানতে চাইলে কাউন্সিলর হাবিবুর রহমান সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বরগুনা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, ‘এটা খুবই লজ্জাজনক ব্যাপার। ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জনসভায় নারীদের টাকার বিনিময়ে উপস্থিত করানো হয়, এর চেয়ে অধঃপতন আর কী হতে পারে! নারীদের প্রার্থীর টাকা দিয়ে বিভিন্ন সমাবেশে নিচ্ছেন আমতলী পৌরসভার মেয়র, এমন অভিযোগ আমি আগেও পেয়েছি। একদিকে তাঁরা পেশিশক্তি ব্যবহার করে ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে। অন্যদিকে কালো টাকার বিনিময়ে লোক দেখাচ্ছে। বিষয়টি আমি নির্বাচন কমিশনকে অবহিত করব।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘যদি টাকা দেওয়ার সময় আমরা হাতেনাতে ধরতে পারতাম তবে ভ্রাম্যমাণ আদালতের আওতায় ব্যবস্থা নিতে পারতাম। যেহেতু সেটা হয়নি, ভিডিওটি দেখার পরে আমরা নির্বাচন কমিশন নির্বাচন অনুসন্ধান কমিটির মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেব।’