বরিশাল নগরীতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিঅ্যান্ডবি সড়কের চৌমাথায় অবরোধ করেন।
বেলা ১টার দিকে পুলিশ তাদের হটাতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চৌমাথা পর্যন্ত মহাসড়কের ১ কিলোমিটারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছে। তবে সঠিক সংখ্যা জানা যায়নি।
সিঅ্যান্ডবি সড়কের বাসিন্দা মীর্জা লাবু জানান, এটি আবাসিক এলাকা হওয়ায় টিয়ার গ্যাসে বিভিন্ন বাসার শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশকে জলকামান ও সজোয়া যান আনতে দেখা গেছে। তবে সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনো বক্তব্য দেয়নি।