পিরোজপুরের নেছারাবাদে এক কিশোরীকে (১৫) অপহরণ করে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মফিজুল শেখ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার (১৫ মার্চ) গভীর রাতে খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মফিজুল শেখ পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বরইখালী গ্রামের মোহাম্মদ হায়দার শেখের ছেলে।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে মফিজুল শেখ নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি গ্রামের সড়ক থেকে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। পরে নেছারাবাদ থানা-পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। ৩ মার্চ মেয়েটির মা বাদী হয়ে এ ঘটনায় মফিজুল শেখকে প্রধান আসামি করে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আসামি গ্রেপ্তারের জন্য র্যাব-৮ অধিনায়কের কাছে অধিযাচন চিঠি পাঠান। র্যাব-৮ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মফিজুল শেখের অবস্থান জানতে পারে। এরপর র্যাব-৮ ও র্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে খুলনা সদর থানা এলাকা থেকে মফিজুল শেখকে গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার মফিজুল শেখকে নেছারাবাদ থানায় হস্তান্তর করেছে র্যাব।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তার মফিজুল শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।