Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা, আওয়ামী লীগ নেতাকে শোকজ

বরগুনা প্রতিনিধি

পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা, আওয়ামী লীগ নেতাকে শোকজ

বরগুনার আমতলীতে পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালানোয় এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চেয়ে গতকাল শনিবার বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি এই শোকজ নোটিশ দিয়েছে। 

নোটিশ পাওয়া আওয়ামী লীগ নেতা হলেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন। 

তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি উপজেলার গোজখালী প্রাথমিক বিদ্যালয়ে ফল ঘোষণার অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নৌকার প্রচারণা চালিয়েছেন এবং শিক্ষার্থীদের দিয়ে নৌকা মার্কার স্লোগান করিয়েছেন। 

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ওই ফল ঘোষণা উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন ও তাঁর সহযোগীরা বিদ্যালয়ে যান। পরে তাঁরা ফল ঘোষণার আগেই বিদ্যালয় মিলনায়তনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে নৌকায় ভোট চান। পরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে লিফলেট বিতরণ ও স্লোগান দেওয়ান। একই সঙ্গে অভিভাবকদের নৌকা প্রতীকে ভোট দিতে প্রতিশ্রুতি আদায় করেন। 

এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। নোটিশ জারির ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিতভাবে বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আচরণবিধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। যথাসময়ে নোটিশের লিখিত জবাব দেব।’

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র