হোম > সারা দেশ > বরিশাল

খালের পাড়ে নারীর মরদেহ, পরিবারের দাবি খুন

ঝালকাঠি প্রতিনিধি  

খালের পাড় থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি সদর উপজেলার দশনাকান্দা গ্রামের একটি খালের পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আয়েশা বেগম (৫৫) নবগ্রাম ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদ শরীফের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে আয়েশার স্বামী মারা যান। এরপর থেকে ছোট ছেলেকে নিয়ে বাস করতেন। রোববার রাতে তাঁর ছোট ছেলে পাশের বাড়িতে ছিলেন। সকালে খালের পাড়ে আয়েশা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহতের বড় ছেলে রাশেদুল শরীফ অভিযোগ করেছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। তাঁর দাবি, মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্থানীয় কিছু ব্যক্তি ও পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।

রাশেদুল শরীফ আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তিনি পুলিশের কাছে ময়নাতদন্তের দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের বাড়ি গেলে তাঁদের পাওয়া যায়নি।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন