দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরাকে প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দশমিনা প্রেসক্লাবের সভাপতি আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্য ডেইলি অবজারভারের উপজেলা প্রতিনিধি শাহজাদা তোহামিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও নাফিসা নাজ নীরা।
বিদায়ী ইউএনও নাফিসা নাজ নীরা তার বক্তব্যে বলেন, ‘এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত এ উপজেলার সাংবাদিক ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করেছেন।’
এ সময় প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন প্রমুখ।