বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গণপূর্তের এক প্রকৌশলীকে আটক করেছে বরিশালের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়কে শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটক হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হলে সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ি–টাকাসহ তাকে সপরিবারে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবেন বলে জানা গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন।
আটক প্রকৌশলী হারুন অর রশিদের দাবি করেছেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটলে খবর পেয়ে সেনাবাহিনী এসে গাড়ি ও টাকাসহ নির্বাহী প্রকৌশলীর পরিবারকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।