হোম > সারা দেশ > ঝালকাঠি

প্রেমিকার অবৈধ গর্ভপাত, ধর্ষণ মামলায় তরুণ কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি  

রাজাপুরে ধর্ষণ মামলায় তরুণ কারাগারে। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুরে প্রেমিকাকে অবৈধ গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

গ্রেপ্তার ফাহাদ রাজাপুরের অঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সহপাঠী হওয়ার সুবাদে ভুক্তভোগীর সঙ্গে ফাহাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে তাঁদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্কের একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে ফাহাদ কৌশলে গত ২৬ ফেব্রুয়ারি ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান। এতে ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবার বিস্তারিত ঘটনা জানতে পারে এবং আইনের আশ্রয় নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগের মামলা করার ৪ ঘণ্টার মধ্যে কাজী ফাহাদ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ