Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় আমের বাম্পার ফলন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় আমের বাম্পার ফলন

বরিশালের আগৈলঝাড়ায় সর্বত্র আমের ম-ম গন্ধ। বাজারে আম আসতে আর বেশি দেরি নেই। তাই পাইকাররা আমের আড়তগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছেন। 

উপজেলার পাঁচটি ইউনিয়নসহ আশপাশের এলাকায় গাছে গাছে শুধু আম আর আম। ফজলি, গোপালভোগ, ল্যাংড়া, লোকনা, আম্রপালিসহ হরেক রকমের সুস্বাদু আম ধরেছে প্রচুর পরিমাণে। যদিও কয়েকটি কালবৈশাখী ঝড়ে আম পড়ে গেছে অনেক, তার পরেও গাছে গাছে রয়েছে আমের বাহার। 

আমের পরিমাণ দেখে আমচাষি ও ব্যাপারীরা বেজায় খুশি। সময়মতো বৃষ্টি হওয়ায় আমের ফলন ভালো হয়েছে। আর দু-এক দিনের মধ্যেই জমে উঠবে বিভিন্ন বাজারে আমের হাট। শত শত শ্রমিক হয়ে উঠবে কর্মব্যস্ত। 

উপজেলার কালুপাড়া গ্রামের আমচাষি রাকিব হোসেন জানান, বাগানগুলোতে এবার প্রচুর আম রয়েছে। যদিও ঝড়ে অনেক আম পড়ে গেছে। তার পরও আমের ফলন ভালো হওয়ায় আমচাষি ও ব্যবসায়ীরা এবার লাভবান হবেন বলে জানান তিনি। 

স্থানীয় আম ব্যবসায়ী মিজানুর রহমান আকন ও তুহিন জানান, ভালো জাতের আমগাছগুলোতে আম ধরায় এবার ভালো লাভ করবেন বলে তারা আশা করছেন। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় প্রায় প্রতিটি গাছে আম ধরেছে। এ ছাড়া গাছে মুকুল আসার সময়ও আবহাওয়া বেশ ভালো ছিল। আমচাষিরা নিয়মিত পরিচর্যা করেছেন। ফলে তারা এবার আম বিক্রি করে লাভের মুখ দেখবেন। 

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা