হোম > সারা দেশ > বরগুনা

গাড়ি উল্টে বরগুনার পৌর মেয়র আহত

বরগুনা প্রতিনিধি

বরগুনার পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের ইটবাড়িয়া নামক স্থানে তাঁকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার শিকার ওই গাড়িতে মেয়রের সঙ্গে ছিলেন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, কামরুল আহসান মহারাজ পটুয়াখালীর কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনী প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ৮টার দিকে বরগুনা থেকে রওনা হন। পৌনে নয়টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের ইটবাড়িয়া এলাকার মস্তরটানা এলাকায় তিনি দুর্ঘটনায় আহত হন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া এলাকার বাসিন্দা মালেক চৌধুরী বলেন, প্রথমে ওই স্থানে মেয়রের ভাতিজা তারেক সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইক তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। এতে আহত তারেক সাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। এটা দেখতে পেয়ে মেয়রকে বহনকারী গাড়ির চালক সেখানে দ্রুত ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 

বরগুনা জেনারেল হাসপাতালের কনিষ্ঠ পরামর্শক (সার্জারি) মো. তারেক হাসান বলেন, মেয়রের চোয়াল, বুক ও কলার বোউনসহ শরীরের বেশ কিছু স্থানে আঘাত লেগেছে। এখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মেয়র মহোদয়কে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে বিষয়টি পুলিশ তদন্ত করছে। 

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ