Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

যৌতুক না পেয়ে শ্বশুরের দেড় শ মণ ধান পুড়িয়ে দিল জামাই

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

যৌতুক না পেয়ে শ্বশুরের দেড় শ মণ ধান পুড়িয়ে দিল জামাই

বরগুনার পাথরঘাটায় শ্বশুরের ধানের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দেড় শ মণ ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামাই রাজীব মৃধার বিরুদ্ধে। আজ রোববার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট ট্যাংরা গ্রামের মৃত হাশেম ফরাজির ছেলে ইব্রাহিম ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত রাজীব মৃধা ইব্রাহিম ফরাজির মেয়ের জামাই। তিনি বরগুনার ইটবাড়িয়া এলাকার সোহরাব মৃধার ছেলে। 

ইব্রাহিম ফরাজি বলেন, ‘যৌতুকের জন্য মেয়েকে মারধর করে এক মাস আগে বাড়ি থেকে বের করে দেয় রাজীব। এরপর বিভিন্ন সময়ে আমাদের বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে যেত সে। কয়েক দিন কুয়াশা থাকায় ৩৩০ শতাংশ জমির দেড় শ মণ ধান কেটে বাড়ির উঠানের সামনে পালা দিয়ে রাখা হয়। যৌতুক না পেয়ে মেয়ের স্বামী রাজীব মৃধা ফজরের সময় এ ধানের পালায় আগুন লাগিয়ে দেয়।’ 

স্থানীয় আল মদিনা জামে মসজিদের মোয়াজ্জেম ইউসুফ আলী সরদার বলেন, ‘আগুন দেখতে পেয়ে ইব্রাহিম ফরাজিকে ডেকে এলাকার লোকজনসহ আগুন নিভিয়ে ফেলি। কিন্তু এতে কোনো ধান রক্ষা করা সম্ভব হয়নি।’ 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ইব্রাহিম ফরাজির মেয়ের জামাইয়ের সঙ্গে পারিবারিক কিছু ঝামেলা চলছে। তারা ধারণা করছে এ কারণে মেয়ের জামাই রাজীব ধানের পালায় আগুন ধরিয়ে দিতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তবে এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা