Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে আশপাশের স্থাপনা

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে আশপাশের স্থাপনা

বরিশালের গৌরনদীতে একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বাড়িঘর ও আশপাশের স্থাপনা। বালু উত্তোলনকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে পারেন না। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন একই গ্রামের প্রভাবশালী রুবেল হাওলাদার। গত দুই দিন থেকে অবৈধ ড্রেজার বসিয়ে একই গ্রামের শাহজাহান সরদার ও মিদুল নামে দুজনের যৌথ মাছের ঘের থেকে বালু উত্তোলন করে আসছেন তিনি। এতে মাছের ঘেরটি হুমকির মুখে পরেছে। 

শাহজাহান সরদার ও মিদুল অভিযোগ করে বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। রুবেল মাসের পর মাস অবৈধ ড্রেজার বসিয়ে বিভিন্ন পুকুর, ডোবা ও জলাশয় থেকে বালু উত্তোলন করে ব্যবসা করছেন। এর আগে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দিলে একাধিক মেশিন জব্দ করা হয়। এতে কিছুদিন বালুর ব্যবসা বন্ধ থাকে। গত ২ দিন ধরে পুনরায় এ ব্যবসা শুরু করেছেন তিনি। বালু উত্তোলনের ফলে এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাস্তাঘাট ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অনতিবিলম্বে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তা অব্যাহত থাকবে। জনস্বার্থে বিঘ্ন ঘটিয়ে কাউকে অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না।

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ