বরিশালের আগৈলঝাড়ায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—কাঠিরা গ্রামের শাহিন হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার (৩০) ও কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি গ্রামের সালাম খানের ছেলে বাবু খান (২৮)।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গতকাল রাতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী মেহেদী হাওলাদার ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সাকিব খান ও ভ্যান চালক বাবু খানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। শেবাচিম হাসপাতালে ভর্তি ভ্যান চালক বাবু খান রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ আজ শুক্রবার সকালে মেহেদী হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।