হোম > সারা দেশ > বরগুনা

বরগুনা থেকে যাত্রী বোঝাই করে ছাড়ল দুই লঞ্চ

প্রতিনিধি, বরগুনা

বরগুনা থেকে যাত্রী বোঝাই করে ছেড়েছে দুটি লঞ্চ। আজ রোববার সকাল সাড়ে ৯ ’টা ও দশটায় দুটি লঞ্চ বরগুনা নৌ বন্দর ঘাট ত্যাগ করে। অতিরিক্ত যাত্রীর চাপে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। 

এমকে শিপিং লাইসেন্স বরগুনা ঘাট ব্যবস্থাপক এনায়েত হোসেন জানান, গতকাল রাতেই আমরা জানতে পারি সাময়িক নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তড়িঘড়ি করে আমরা স্টাফদের খবর দিয়ে আজ লঞ্চ ছেড়েছি। 

এনায়েত বলেন, বিশেষ ট্রিপে আমরা এমভি অভিযান-১০ ও এমভি রাজারহাট-বি এই দুটি লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। দুটি লঞ্চই সবগুলো ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট পৌঁছাবে। 

তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আরিফুর রহমান নামের একজন যাত্রী জানান, ডেকে ৫০০, সিঙ্গেল কেবিনে ১৫০০ এবং ডাবলে ২৮০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। অথচ, ডেকে ৪০০, সিঙ্গেল কেবিনে ১২০০ এবং ডাবলে ২৪০০ টাকা নিয়মিত ভাড়া। 

প্রসঙ্গে এমকে শিপিং লাইসেন্সের ঘাট ব্যবস্থাপক এনায়েত বলেন, হুট করেই লঞ্চ ছাড়ার সিদ্ধান্তে স্টাফ সংকট পড়েছে লঞ্চ কর্তৃপক্ষ। স্পেশাল ট্রিপের জন্য অতিরিক্ত টাকা দিয়ে স্টাফ জোগাড় করা হয়েছে। এ কারণে ভাড়া সামান্য বৃদ্ধি করা হয়েছে। যাত্রীদের চাপের কারণে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মানা সম্ভব হয়নি। তবে লঞ্চে ওঠার আগে আমরা মাস্ক পরিধান, হাত ধোয়া নিশ্চিত করেছি। 

বরগুনা নৌ বন্দরের কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, স্পেশাল ট্রিপে দুটি লঞ্চ বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। আমাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে সেটা শতভাগ সম্ভব হয়নি। ভাড়া বেশি আদায়ের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ