হোম > সারা দেশ > বরিশাল

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

  পিরোজপুর প্রতিনিধি

দুর্বৃত্তের আগুনে গোয়ালঘর পুড়ে ছাই হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে দুর্বৃত্তদের আগুনে জাতীয় পার্টির (জাপা) জেলা সদস্যসচিব মো. বশির আহমেদ হাওলাদারের গোয়ালঘর পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শংকরপাশা গ্রামে বশির আহমেদের বাড়ির গোয়ালঘরে গতকাল রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। একটি ছাগল আংশিক দগ্ধ হয় এবং আরও কয়েকটি গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বশির আহমেদ বলেন, ‘আমার রাজনৈতিক ও স্থানীয় কিছু লোকের সঙ্গে বিরোধ থাকলেও আমি মনে করি শত্রুতার কারণে এমনটি হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না।’

দগ্ধ ছাগলকে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির পৌর কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মাসুম শেখ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সুপারিশ করছি। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত গবাদিপশুর চিকিৎসা দিয়েছে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎসক। এ ঘটনার বিচার চাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন