পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের পরদিন বিলুপ্ত করা হয়েছে। গত শুক্রবার জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিটু ও সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার এক পত্রের মাধ্যমে ৫১ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।
এক দিন পর গতকাল শনিবার ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে চিঠি দিয়েছেন জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার। বিষয়টি নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ভেতরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
কমিটিতে আহ্বায়ক করা হয় মো. রাসেল মোল্লা ও সদস্যসচিব করা হয় গোলাম রসুল হাওলাদার মিলনকে। এর মধ্যে রাসেল মোল্লা গত উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন।
কমিটি বাতিলের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান শিকদার বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে পাতানো কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। দলের নীতি-নির্ধারকেরা নির্বাচন বর্জনের জন্য সবাইকে নির্দেশ দেন। কিন্তু রাসেল মোল্লা দলের সিদ্ধান্ত অমান্য করে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। বিষয়টি আমাদের জানা ছিল না। এ জন্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে কমিটি করা হবে।’