Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

মেঘনার তীরে জুয়াড়ি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও হিজলা প্রতিনিধি

মেঘনার তীরে জুয়াড়ি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

বরিশালের হিজলায় মেঘনা নদীতীরে জুয়াড়িদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বড়জালিয়া ইউপির পুরোনো হিজলা বাজারের পন্টুনের পাশে মেঘনা তীরে এই ঘটনা ঘটেছে। হামলায় এক পুলিশ সদস্যের মাথা ফেটে গেছে।

আহত তিন পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস, কনস্টেবল আবদুর রহমান ও কনস্টেবল তাইজুল। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমেদ জানিয়েছেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

উপজেলার বড়জালিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য জুয়েল রাঢ়ি বলেন, নদীর পাড়ে টাকার বিনিময়ে জুয়া খেলছিল একদল জুয়াড়ি। পুলিশ তাদের ধরতে গেলে বেদম মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হামলার শিকার পুলিশ সদস্যরা স্থানীয় তপনের ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের একজনের মাথা ফেটে গেছে। পরে তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে হিজলা থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, আজ মঙ্গলবার দুপুরে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে জুয়াড়িদের পাকড়াও করে পুলিশ। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর তারা হামলা চালায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক