Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ইসলামী ব্যাংক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

ইসলামী ব্যাংক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার এক অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. ইকবাল হোসাইন (২৬)। আজ শনিবার সন্ধ্যার পর মিয়ারহাট বাজারে বাহাউদ্দীন বুলবুল বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ইকবাল চট্টগ্রামের পুটিয়া উপজেলার হায়দাহঞ্জের আব্দুল নবির ছেলে। তিনি ওই রুম ভাড়া নিয়ে একা থাকতেন। 

ইকবালের পাশের রুমে ভাড়া থাকা মো. নাইম নামের এক যুবক বলেন, ‘গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তাঁকে (ইকবাল) সর্বশেষ রুমে ঢুকতে দেখা গেছে। সারা দিনে তাঁকে দেখতে না পেয়ে আমাদের কৌতূহল হয়। কারণ, তাঁকে সকাল ৯টার বেশি কখনো ঘুমানো থাকতে দেখেনি। তাই রুম বন্ধ দেখে রুমের দরজায় কড়া নেড়ে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।’ 

একপর্যায়ে ঘরের মালিকের বড় ভাইকে ডেকে বিষয়টি জানানো হয়। এরপর তিনি ডাকাডাকির পর দরজার নিচে ভাঙা স্থান দিয়ে তাকালে তাঁর পা ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এ সময় বিষয়টি পুলিশকে জানালে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছে, সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে আগামীকাল রোববার সকালে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে।

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী