হোম > সারা দেশ > বরিশাল

জোয়ারে বাবুগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিনিধি

বাবুগঞ্জ (বরিশাল): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অনেকে ঘর থেকে পানির কারণে বের হতে পারছেন না। আবার অনেকের ঘরে হাঁটু সমান পানি উঠেছে। এতে সবজি ও ফসলের খেতেও অনেক ক্ষতি হয়েছে।

উপজেলার রহমতপুর, দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া, ছানি কেদারপুর, বাহেরচর, উত্তর রাকুদিয়া ও দক্ষিণ রাকুদিয়াসহ রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ, ছোট মীরগঞ্জ, দোয়ারিকাসহ অনেক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এতে এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রায় চরমভাবে বিপর্যয় দেখা দিয়েছে।

জানা গেছে, দক্ষিণ রাকুদিয়া সংলগ্ন সুগন্ধ্যা নদীর পানির কারণে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে। এতে জোয়ারের পানি বৃদ্ধিতে অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া (নতুনচর) এলাকার শিক্ষক মো. নূরুল ইসলাম বলেন, 'প্রতিবছর বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি মাটির হওয়ায় ভোগান্তির শেষ নেই। ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে রাস্তাটি তলিয়ে যাবে। ফলে ঘর থেকে বের হতে হলে আমাদের নৌকার প্রয়োজন হয়।'

নূরুল ইসলাম আরও বলেন, 'ঘূর্ণিঝড় ইয়াস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি নেওয়া আছে। উপজেলার ৬ ইউনিয়নে ১৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। দুর্যোগকালীন এবং পরবর্তী সময় চিকিৎসা সেবায় ৬টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।'

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ