ভোলায় পূজা মণ্ডপের গেট ভাঙচুর, যুবক কারাগারে

ভোলা প্রতিনিধি

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৯: ৪৪

ভোলায় পূজা মণ্ডপের গেট ভাঙচুরের অভিযোগে শিমুল চন্দ্র দে (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

শিমুল চন্দ্র ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মৃত মধুচন্দ্রের ছেলে। 

পরিবারের দাবি, শিমুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার কথা ছিল। তবে, মানসিক সমস্যার কোনো তথ্য প্রমাণ পরিবার দিতে পারেনি বলে জানায় পুলিশ। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার এএসআই মানিক ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পূজা মণ্ডপের গেট ভাঙচুর ও আলোকসজ্জায় ইট নিক্ষেপের সময় ঘটনাস্থল থেকে শিমুলকে আটক করেন।’

তাহসানের রোজাকে নিয়ে বরিশালে চাঞ্চল্য

যুবদল নেতা নাসির হত্যার দায় নিচ্ছে না কেউ, ৩ দলের পাল্টা সংবাদ সম্মেলন

অবসরের ৬ মাস আগেই প্রধান শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগ

মির্জাগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ