Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

পিরোজপুরে জমিতে রাখা ইঁদুর মারার ফাঁদ থেকে বিদ্যুতায়িত হয়ে হবি শেখ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষক হবি শেখ (৫২) পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জুলফিকার আলী বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিহতের ভাগনে নাসির হাওলাদার জানান, প্রতিদিনের মতো জমিতে পানি দেওয়ার জন্য তাঁর মামা হবি শেখ ভোরে বাসা থেকে বের হয়ে যান। পরে অনেক সময় হলেও ফিরে না এলে পরিবারের লোকজন খুঁজতে তাঁকে খুঁজতে থাকেন। এরপর তাঁরা জানতে পারেন প্রতিবেশী কৃষক বেলায়েত শেখের জমিতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে হবি শেখ বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে হবি শেখের লাশ উদ্ধার করে। অবৈধভাবে জমিতে বৈদ্যুতিক ফাঁদ দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের।

ভাঙল এক ঠিকাদারের ১০ সেতু

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক

রমজানে সড়ক নিরাপদ রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ

ভোলার ১০ গ্রামে শুরু পবিত্র মাহে রমজান