হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার আমতলীতে উপজেলার কালীবাড়ি এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক থেকে খাদে পড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে রিনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। নিহতের দুই সন্তানসহ আহত হয়েছেন ছয়জন। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার কালীবাড়ি এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা বেগমের বাড়ি যশোরের পুলিশ লাইন কালী খোলা গ্রামে। তাঁর স্বামীর নাম মামুনুর রশিদ। রিনা বেগমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ।

আহতরা হলেন নিহত রিনা বেগমের আড়াই বছরের ছেলে রায়হান ও মেয়ে মালিহা (৬), কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭) ও সানজিদা (২৩) এবং মাগুরার শ্রীপুর উপজেলার রাজু মিয়া (২৪)। তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সুরভী পরিবহন নামের একটি বাসে মামুনুর রশিদ স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে কুয়াকাটায় যাচ্ছিলেন। পথিমধ্যে আজ রোববার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সাত যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান গুরুতর আহত রিনা বেগমকে মৃত ঘোষণা করেছেন। বাকিদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সংকটজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ বলেন, আজ ভোর রাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত ও ৬ জন আহত হয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান বলেন, রিনা নামের এক নারী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সংকটজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ