Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

কাঠালিয়ায় ৩ ইটভাটাকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি  

কাঠালিয়ায় ৩ ইটভাটাকে জরিমানা
কাঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হয় ইটভাটা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়ায় তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাসহ পাঁচ ইটভাটাকে বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অনুমোদনহীন ভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এই দণ্ড দেওয়া হয়।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার কাঠালিয়া সদর ও শৌলজালিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, এপিবিএন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় অবৈধভাবে ইটভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এস এস বি ব্রিকসের মালিক মো. শহিদুল ইসলাম, এম সি ব্রিকসের মালিক আব্দুস সালাম গাজী, এম এম ব্রিকসের মালিক মো. চুন্নু ফকিরকে ১ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তা ছাড়া, কে বি এফ ব্রিকস ও মেসার্স কে এস বি এন্টারপ্রাইজসহ ৫টি ইটভাটার কাঁচা ইট এবং ড্রাম চিমনি ধ্বংস করে দেওয়া হয়।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে ইটভাটা স্থাপন বা তৈরির সুযোগ নেই। পরিবেশের ক্ষতিকারক ইটভাটায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের