বরগুনায় সুমন নামের এক ট্রান্সজেন্ডার যুবক নিজের বিশেষ অঙ্গ কেটে ফেলেছেন। গত রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুমন গৌরীচন্নার খাজুরতলা আবাসনের বাসিন্দা এবং বরগুনা সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ে কাজ করতেন।
এলাকাবাসী জানান, সুমন ট্রান্সজেন্ডার স্বভাবের ছিলেন। তিনি একজন টিকটকার এবং নারী সেজেই বেশির ভাগ টিকটক করতেন। রাতে হাসপাতালে নিয়ে আসার আগে সুমন তাঁর ঘরে বসে চিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে তাঁর বিশেষ অঙ্গ থেকে রক্ত ঝরা দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
এলাকাবাসীর ধারণা, সুমনের সঙ্গে বদ জিনের নজর ছিল এবং তারাই তাঁকে দিয়ে এ কাজ করাতে পারে।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিমেল পাল আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর সঙ্গে তাঁর কোনো গোপনাঙ্গ ছিল না। তাঁকে জিজ্ঞেস করলে কখনো নিজে কেটেছেন বলে জানান, আবার কখনো ঘটনার সময় ঘুমে ছিলেন বলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’