Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ী নিহত, আটক ৯

ভোলা সংবাদদাতা

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ী নিহত, আটক ৯
ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ী নিহতের ঘটনায় ৯ জ‌নকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সুজন, রানা, রনি, তহমিনা, লাভলু, কালু ব্যাপারী, আ. লতিফ, রিয়াজ ও রাকিব।

শনিবার (৫ এপ্রিল) আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান ও দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার। ওসি আরিফ ইফতেখার ব‌লেন, এ ঘটনায় এক‌টি মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই মো. রায়হান বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে আজ শনিবার দুলারহাট থানায় এ মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি ও হামলাকারী আবুবক্করপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আল আমিনকে আজ বেলা ৩টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

চরফ্যাশনে হামলা চালিয়ে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আবুবক্করপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আল আমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ ও সদস্যসচিব মো. মুনতাসির আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ বিষয়টি জানানো হয়েছে।

চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও তাঁর দলবলের হামলায় মাসুদ (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ আরও অন্তত ছয়জন।

পূর্ববিরোধের জেরে গতকাল সকালে উপজেলার দুলারহাট থানার আবুবক্করপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার সাভারের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

ভোলা, চরফ্যাশন, স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী, নিহত, জেলার খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল ছাত্রদল

শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে অর্থদণ্ড

হত্যার পরিকল্পনার মামলায় কৃষক লীগের চাঁন মিয়া গ্রেপ্তার

তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার

ভোলায় দুই চিকিৎসককে মারধর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

মেঘনায় ৫০ হাজার চিংড়ির রেণু জব্দ, ১১ জেলেকে জরিমানা

ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১৩ পর্যবেক্ষককে অব্যাহতি

পবিপ্রবিতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের বাস খাদে, আহত ১৩

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ