হোম > সারা দেশ > বরিশাল

মেঘনা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ১৫ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার মেঘনার চর মোজাম্মেল সীমানায় জেলেদের ট্রলারে হানা দিয়ে জলদস্যুরা তাঁদের অপহরণ করে।

অপহৃত জেলেদের মধ্যে প্রাথমিকভাবে ১১ জেলের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন, আলাউদ্দিন মাঝি, সালাউদ্দিন, ইউসুফ, হাসান, খোকন, আকবর, মিরাজ, হান্নান, লোকমান মাঝি, হাশেম মাঝি ও আরিফ মাঝি।

স্লুইজ ঘাট ও চৌমুহনী মৎস্য ঘাটের আড়তদার মহিউদ্দিন পোদ্দার, আমিন হাওলাদার ও বাবু মীর এ তথ্য জানান। তাঁরা জানান, তাঁদের ১১ জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। জলদস্যুরা তাঁদের অপহরণ করেছে।

স্থানীয় জেলে ও  আড়তদারেরা জানান, তজুমদ্দিন উপজেলার স্লুইজ ঘাট ও চৌমুহনি মৎস্য ঘাট থেকে ১৫টি ট্রলার মাছ শিকারে যায়। এ সময় জলদস্যু জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ট্রলারের ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, ‘জেলেদের অপহরণের বিষয়টি আমরা শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। আমরা খোঁজ নিচ্ছি।’

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘জলদস্যুরা জেলেদের অপহরণ করেছে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে আমরা জলদস্যুদের খুঁজে বের করার চেষ্টা করছি।’ 

এদিকে অপহৃত জেলেদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। 

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন