ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী।
লঞ্চ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। লঞ্চে আগুন-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং সার্বিক অবস্থা জানতে তিনি আজ শুক্রবার সকালে ঝালকাঠির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জানা গেছে, দুপুরের মধ্যে তিনি সেখানে পৌঁছাবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।