বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি কার্যালয় থেকে এক সার্ভেয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে কার্যালয়ের নিজ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সার্ভেয়ারের নাম মো. জসিমউদ্দিন খান (৪৮)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী নিখিল চন্দ্র জানান, সন্ধ্যা ৭টার দিকে তাঁকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। ভাত নিয়ে এসে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে মরদেহ। পরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। জানা গেছে, সার্ভেয়ার জসিমের বিরুদ্ধে মামলা ছিল একাধিক।
বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, ভূমি কার্যালয়ের তিন তলায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিলেন সার্ভেয়ার জসিমউদ্দিন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা, তদন্ত না করে বলা যাচ্ছে না।