হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ

হিজলা (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের হিজলা উপজেলায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গোমাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার ছয়টি ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির (উত্তর) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ। সমাবেশে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদার।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন—জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহে আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির রায়হান, হিজলা গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাজাহান খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারেক মাঝি, উত্তর জেলা যুবদলের সদস্য মাহাবুবুল হক সুমন, মেমানিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ তারেক হোসেন, ধুলখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সগির আহমেদসহ অনেকে।

সমাবেশে দেওয়ান মো. শহিদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর ক্ষমতা দখল করার জন্য আমাদের ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তখন সিপাহি জনতা কারারুদ্ধ জিয়াউর রহমানকে ছিনিয়ে এনে বিপ্লব ঘটিয়েছিলেন। এ দেশে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বারবার আওয়ামী লীগ সরকার সে গণতন্ত্র হত্যা করার চেষ্টা করেছে। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা গণতন্ত্র শেষ করে দিয়েছে। ৫ আগস্ট এ দেশের ছাত্রজনতা মিলে সেই গণতন্ত্র আবার উদ্ধার করেছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ভবিষ্যতেও এ গণতন্ত্র চালু থাকবে।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন