Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে মাদকসেবীদের বিরুদ্ধে ভাস্কর শিল্পীকে কোপানোর অভিযোগ 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মাদকসেবীদের বিরুদ্ধে ভাস্কর শিল্পীকে কোপানোর অভিযোগ 

ফেসবুকে মাদকসেবীদের বিচরণ নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ঝালকাঠিতে আতিকুল ইসলাম (৩৮) নামে এক ভাস্কর শিল্পীকে মাদকসেবীরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আতিকুল ইসলাম অভিযোগ করেন, গতরাতে শহরের আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

আহত আতিকুল ইসলাম জানান, গত ৩০ আগস্ট শহরের আমতলা এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। এর পরে ওই এলাকায় টহল জোরদার করে পুলিশ। এতে মাদকসেবীরা ক্ষুব্ধ হয়। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের মিনি পার্ক এলাকা থেকে মোটরসাইকেল আমতলা সড়কের বাসার সামনে আসলে অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। তিনি দাবি করেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মাদকসেবীরাই তার ওপর হামলা চালিয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিষয়টি ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে জানিয়েছে। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা