নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ভাঙচুরসহ চার মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র কোহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বরিশালের আদালত হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৪ আগস্ট বিএনপির কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগসহ চারটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি কোহিনুর বেগম। তাকে ওই চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ওসি বলেন, ‘বিএনপির অফিস পোড়ানোর মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, সাবেক দুই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরকেও আসামি করা হয়েছে।’ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, কোহিনুর বেগম বিসিসির সংরক্ষিত (আসন-৩) ৭,৮ ও ৯ ওয়ার্ডের কাউন্সিলর এবং সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পরিষদের প্যানেল মেয়র ছিলেন। এ ছাড়া তিনি বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।