হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল অঞ্চলের ৫ জেলার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে প্রায় ১৩ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকেরা। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ, সেনাবাহিনীর কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে বাসশ্রমিকদের বিরুদ্ধে।

এ খবর পেয়ে বিকেলে কলেজের শিক্ষার্থীরা সেখানে যান এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন শ্রমিকেরা।

শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল মঙ্গলবার দুপুরে বিএম কলেজের এক ছাত্রী ঝালকাঠি থেকে তাওহিদ ক্ল্যাসিক পরিবহন নামে একটি বাসে বরিশালে আসছিলেন। তিনি শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাসচালকের সহকারী তার সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেন। পরে কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসার জন্য রূপাতলী গেলে তাদের ওপর হামলা করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ