বরিশালের মুলাদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় ৫ জেলেকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে আড়িয়ালখাঁ নদের একতার হাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন। উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও মুলাদী থানা-পুলিশ এ অভিযান চালায়।
জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন—মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর গ্রামের মো. মিলন, মাহেব হাওলাদার, মো. রিয়াজ, মো. হাচান, হৃদয় হোসেন। এ সময় জেলেদের থেকে পাই জাল এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।