হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় মাদ্রাসাছাত্রীকে ইভ টিজিং করায় রিকশাচালকের কারাদণ্ড

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার এক ছাত্রীকে ইভ টিজিং করায় আব্দুস সালাম নামের এক রিকশাচালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এ কারাদণ্ডাদেশ দেন। 

আব্দুস সালাম কক্সবাজার এলাকার মৃত আলী আহমদের ছেলে। তিনি বর্তমানে পাথরঘাটা পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের হাসপাতালের পেছনের আবাসনের বাসিন্দা। 

জানা গেছে, পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে আসা যাওয়ার পথে নানা ধরনের কথা বলে উত্ত্যক্ত করেন এবং প্রেমের প্রস্তাব দিতেন আব্দুস সালাম। এ ছাড়া রিকশায় উঠিয়ে হরিণঘাটা ইকোপার্কে ঘুরতে যাওয়ার ও এর বিনিময়ে টাকাও দিতে চাইতেন তিনি। বিষয়টি ওই মাদ্রাসাছাত্রী তার মাকে জানায়। এরপর মঙ্গলবার সকাল থেকে মাদ্রাসা এলাকায় অবস্থান নেন ছাত্রীর মা। মাদ্রাসা ছুটির সময় ওই রিকশাচালক মাদ্রাসার সামনে আসলে ওই ছাত্রী তার মাকে দেখিয়ে দেয়। এরপর মাদ্রাসার শিক্ষকদের নিয়ে রিকশাচালককে আটকে রেখে পুলিশকে খবর দিয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান হয়। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল গোলদার জানান, ইভ টিজিংয়ের শিকার ওই মাদ্রাসারছাত্রীর অভিযোগের ভিত্তিতে আব্দুস সালামকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ