হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনাসদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দুধল মৌ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সেনাসদস্য মো. বুলবুল ও তাঁর চার মাসের শিশুসন্তান গুরুতর আহত হন এবং স্ত্রী হোসনে আরা ঘটনাস্থলেই মারা যান। আহত সেনাসদস্য বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরালে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে সেনাসদস্য মোটরসাইকেলে করে সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। তখন পটুয়াখালী থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হওয়া সাকুরা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সেনাসদস্যর স্ত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সেনাসদস্য ও তাঁর সন্তানকে সিএমএইচে নেওয়া হয়। দুর্ঘটনার পর বাস রাস্তার মাঝে রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।

সাকুরার সেনানিবাস কাউন্টারের কর্মকর্তা মো. মিলন জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের সেনানিবাসে নেওয়া হয়। সেখানে সেনাসদস্যর স্ত্রী মারা গেছেন। সেনাসদস্য ও তাঁর সন্তানকে লাইফ সাপোর্টে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় সেনাসদস্য ও তাঁর সন্তানকে ঢাকা নেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

অপরদিকে একই দিন রাত ১০টার দিকে বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ফয়সাল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত ফয়সাল উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

সেকশন