
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে চারজন পটুয়াখালীর গলাচিপার একই পরিবারের বাসিন্দা। আজ বৃহস্পতিবার দুপুরে গলাচিপা সদরের বোয়ালিয়া গ্রামের ওই বাড়িতে গিয়ে শোকে কাতর পরিবেশ দেখা যায়।
গতকাল বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের হরিতলা এলাকায় ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারে থাকা নারীসহ পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও খোকন মৃধা (৩৫), জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার (১২)। তা ছাড়া রয়েছেন প্রাইভেট কারের চালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ইউনুস ব্যাপারীর ছেলে হারুন ব্যাপারী (৩৫)।

এদিকে নিহত চারজনের পরিবারে চলছে শোকের মাতম। তাঁদের মৃত্যুর খবর শুনে বাড়িতে স্বজনেরা জড়ো হন। তাঁদের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতের স্বজনেরা জানান, আজ বৃহস্পতিবার রাতে বাড়িতে লাশ আসার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের লাশ দাফন করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হবিগঞ্জ থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। লাশ তাদের হেফাজতে রয়েছে। পটুয়াখালীতে রাতে লাশ নিয়ে আসা হতে পারে।’