Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকারের দায়ে ৫ দিনে ৬৯ জেলে আটক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকারের দায়ে ৫ দিনে ৬৯ জেলে আটক

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে গত বৃহস্পতিবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৬৯ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৪৩৫ কেজি ইলিশ মাছ, ১৭টি নৌকা ও প্রায় ২ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। 

ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, মনপুরা ও চরফ্যাশনের মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এই অভিযানে নেতৃত্ব দেন। 

আটকৃতদের মধ্যে ভোলা সদরের ১৫ জন, চরফ্যাশনের ৪২ জন, মনপুরার ১০ জন ও দৌলতখানের দুজন রয়েছেন। 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘১২ থেকে ১৭ অক্টোবর সকাল পর্যন্ত ভোলার সাতটি উপজেলায় ৯৫টি অভিযান পরিচালনা করে ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩৩ জনকে অর্থদণ্ড ও ১৫ জনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ 

এ ছাড়া জব্দকৃত ৪৩৫ কেজি মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। 
 
এসব অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। 

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২২ দিন) সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

বরিশালে তরল প্রাকৃতিক গ্যাস চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কর্মীকে মারধরের অভিযোগ

আগে ফুল দেওয়া নিয়ে শহীদ বেদিতে বিএনপির দুই পক্ষের মারামারি

বাউফলে সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

হারিয়ে যাওয়ার পথে রাখাইন ভাষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের কনসার্ট পণ্ড, চেয়ার ভাঙচুর

পাথরঘাটায় মাদ্রাসা সুপারকে লাঞ্ছিতের অভিযোগ ইবতেদায়ি শাখার প্রধানের বিরুদ্ধে

বাউফলে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

তিন দিন ধরে কমপ্লিট শাটডাউনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ

৭ দিনের মাথায় আলটিমেটাম থেকে পিছু হটলেন কাফি