অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিহত ২৯ জনের মরদেহ দাফন করা হয়েছে। সেখানে দুটি কবরে এমন দুজন মাকে কবর দেওয়া হয়েছে যাঁরা মৃত্যুর সময় সন্তানকে কোলে আকড়ে ধরে ছিলেন।
আজ শনিবার দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালীতে সম্মিলিত কবরস্থানে এমন মরদেহ পাওয়া যায় বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।
এ নিয়ে যুব রেডক্রিসেন্ট সদস্য মো. মুছা জানান, দুটি কবরে এমন চারজন মা ও সন্তানকে দাফন করা হয়েছে। এই দুজন মা মৃত্যুর সময় সন্তানকে কোলে আঁকড়ে ধরে ছিলেন। ওই অবস্থায়ই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাঁদের। যে কারণে আমরা তাঁদের আলাদা না করেই দাফন করেছি। তবে ওই দুজন মা ও সন্তানের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত না হওয়া মরদেহ হিসেবেই দাফন করা হয়েছে।
লঞ্চে আগুনের ঘটনায় নিহত ৩৭ জনের মরদেহ শুক্রবার রাতে ঝালকাঠি থেকে বরগুনা নিয়ে আসে জেলা প্রশাসন। এদের মধ্যে ১৪ জনের মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।