হোম > সারা দেশ > বরিশাল

এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আবারও গিনেস বুকে নাম লেখালেন নিপা

খান রফিক, বরিশাল

এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়লেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। মাত্র এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আট বছর পর ইতালির রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২২ সালের ২ সেপ্টেম্বরে রেকর্ডটি করলেও সনদ পেয়েছেন গেল ডিসেম্বরে।

এর আগে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর নিপা এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

নগরীর কলেজ রোড এলাকার আব্দুর রশিদের মেয়ে নুসরাত জাহান নিপা (২৪) নগরীর এআরএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং অনার্স-মাস্টার্স সরকারি ব্রজমোহন কলেজ থেকে শেষ করেছেন। বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত।

এ বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান নিপা আজকের পত্রিকাকে বলেন, ‘এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আট বছর পর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা কঠিন ছিল। অনেক অনুশীলন করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময়ও লেগেছে।’

তিনি বলেন, ‘মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে সামনে নতুন কিছু করার চেষ্টা করব।’

নিপা আরও বলেন, ‘আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি। এ নিয়ে দুইবার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে বাংলাদেশ ও বরিশালের সম্মান বেড়েছে।’

এদিকে পরপর দুইবার বিশ্ব রেকর্ডে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পরিচিত জনেরা। কেননা বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুইবার বিশ্ব রেকর্ড করেছেন।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন