হোম > সারা দেশ > বরিশাল

আখেরি মোনাজাতে শেষ চরমোনাইয়ের মাহফিল, ৫ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

লাখো মুসলমানের আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের চরমোনাই পীরের তিন দিনব্যাপী মাহফিলের শেষ হয়েছে। এ সময় বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

বরিশাল সদর উপজেলায় শনিবার সকাল সাড়ে ৯টায় এ মাহফিল শেষ হয়। এর আগে গত বুধবার দুপুরে চরমোনাই পিরের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এ মাহফিল শুরু হয়।

তিন দিন ব্যাপী মাহফিলের শেষ দিন চরমোনাই পির বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি তার মুরিদদের সঠিক পথে পরিচালিত হওয়ার বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অতঃপর তিনি তাওবা করিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার শপথ করান।

এ সময় চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে অহরহ নাফরমানি করছে। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

৫ মুসল্লির মৃত্যু 
চরমোনাইর মাহফিলের তিন দিনে বিভিন্ন রোগে ৫ মুসুল্লির মৃত্যু হয়েছে। মাহফিলের অস্থায়ী হাসপাতাল সূত্রে জানা যায়, মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে ২৮ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের আজমত শেখ ও মুন্সিগঞ্জের হাশেম রাড়ী মারা যান। ২৯ ফেব্রুয়ারি পটুয়াখালীর সুলতান প্যাদা, পহেলা মার্চ খুলনার আনোয়ার হোসেন ও মুন্সিগঞ্জের শামসুল হক কাজী মৃত্যুবরণ করেন। তাঁদের মরদেহ জানাজা শেষে নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন