নিজস্ব প্রতিবেদক, বরিশাল
এবার মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে বরিশাল ক্লাবের সভাপতি পদ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সদর সিনিয়র সহকারী জজ আদালতের এমন অভিযোগ করে মফিজুর রহমান চৌধুরী নামে ক্লাবের এক সদস্য নালিশি মামলা দায়ের করেছেন। আদালতে বিচারক হাসিবুল হাসান মামলাটি আমলে নিয়ে রোববার আদেশের জন্য রেখেছেন।
মামলায় ক্লাবের সম্পাদক (সেক্রেটারি) আমিনুল ইসলাম তালুকদারকে দ্বিতীয় বিবাদী করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গঠনতন্ত্র লঙ্ঘন করে মেয়র সাদিক সভাপতি পদ দখল করায় বরিশাল ক্লাব লিমিটেডের অপূরণীয় ক্ষতি হয়েছে। ১ নম্বর বিবাদী মেয়র বেআইনিভাবে সভাপতি হওয়ার পর বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ অফিসারকে ক্লাবের দুটি রুমে থাকার ব্যবস্থা করে দেন। তাঁরা দীর্ঘদিন ধরে রুম ভাড়া এবং ক্যাফেটেরিয়ার বিল পরিশোধ না করায় কোটি কোটি টাকা ক্লাব পাওনা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, তাঁর মক্কেল দাবি করেছেন, বরিশাল ক্লাবের সভাপতি পদ অবৈধভাবে দখল করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, একজন স্থায়ী সদস্যকে সভাপতি হতে হলে তাঁকে কমপক্ষে ১০ বছরের পুরোনো হতে হবে।
কিন্তু ১ নম্বর বিবাদী মেয়র ২০১৬ সালের ২০ আগস্ট সদস্য হন। গঠনতন্ত্রের আর্টিকেল ৩২ (খ) ধারা অনুযায়ী ১ নম্বর বিবাদী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সদস্যভুক্তির ১০ বছর অতিক্রান্ত না হওয়ার আগে ২০১৯ সালের ৮ মার্চ বেআইনি ও অবৈধভাবে সভাপতি পদ দখল করেন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
বরিশাল ক্লাব লিমিটেডের সম্পাদক (সেক্রেটারি) আমিনুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্লাবের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয় আমার জানা নেই। সভাপতি পদ অবৈধ দাবি করে যিনি মামলা করেছেন, তিনি কিংবা কেউ এ ধরনের কোনো মামলার কপিও আমাদের কাছে পৌঁছাননি।’