বরিশালে লঞ্চঘাটে নোঙর করা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা সেলিম রেজা জানান, পাতারহাট লঞ্চঘাটে নোঙর করে রাখা এমভি সায়মুন-১ লঞ্চে রাত আড়াইটা থেকে ৩টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও আশপাশের লোকজন দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে ইঞ্জিন ছাড়া গোটা লঞ্চের সবকিছু পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের বরাতে সেলিম রেজা জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী মশার কয়েল থেকে লঞ্চে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।