হোম > সারা দেশ > ভোলা

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চোর সন্দেহে নির্যাতনের শিকার মো. শাহজাহান মিন্টিজকে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশন উপজেলায় চোর সন্দেহে মো. শাহজাহান মিন্টিজ (৪০) নামের এক ব্যক্তির হাত-পা ভেঙে দুই চোখ তুলে নিয়েছেন গ্রামের লোকজন। এলাকায় চুরি বেড়ে যাওয়ায় তাঁরা শাহজাহানের ওপর এই নির্যাতন চালান। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাহজাহান মিন্টিজ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আরকলমী গ্রামের মো. ছিডু মিয়ার ছেলে। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শাহজাহান একজন পেশাদার চোর। তিনি কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছিলেন। জেল থেকে বের হয়ে আবার চুরি করতে থাকেন। তাঁর বাবাও একজন চোর ছিলেন।

শাহজাহান মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, তাঁর স্বামীকে সন্দেহজনকভাবে গ্রামবাসী তাঁদের বসতঘরে এসে ধাওয়া করেন। লোকজন শাহজাহানকে ধরে মারধর করেন, হাত-পা ভেঙে চাকু দিয়ে চোখ তুলে ফেলেন। তিনি ওই সময় উপস্থিত থাকলেও গ্রামবাসীর ভয়ে তাঁকে বাঁচাতে সাহস পাননি বলে ফাতেমা দাবি করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শাহজাহান নামের এক ব্যক্তিকে হাত-পা ভাঙা ও চোখ তোলা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে জানতে পেরেছি, শাহজাহান মিন্টিজ নামের এক ব্যক্তিকে চুরির অভিযোগে গ্রামবাসী মারধর করে হাত-পা ভেঙে চোখ তুলে ফেলেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ