Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

দাদাবাড়িতে বেড়াতে এল দুই বোনের কফিন

বরগুনা প্রতিনিধি

দাদাবাড়িতে বেড়াতে এল দুই বোনের কফিন

বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত যমজ দুই বোন লামিয়া ও সামিয়া। নানি আর মাকে নিয়ে বরগুনার তালতলীতে দাদাবাড়িতে বেড়াতে আসছিল তারা। দাদাবাড়ি ঠিকই ফিরল তারা, কিন্তু কফিনে শুয়ে।

লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত সামিয়া (৪) ও লামিয়ার (৪) মরদেহ শনাক্ত করে আজ শনিবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ থেকে নিয়ে গেছেন স্বজনেরা। নিহতদের মামার কাছে এ দুই যমজ শিশুর মরদেহ হস্তান্তর করা হয়।  

নিহত সামিয়া ও লামিয়া বরগুনার তালতলী উপজেলার আগাপাড়া গ্রামের রফিক হোসেনের মেয়ে। তারা মায়ের সঙ্গে দাদাবাড়ি বেড়াতে আসছিল।  

নিহতদের স্বজনেরা জানান, মা শিমু আক্তার ও নানি দুলু বেগমের সঙ্গে গত বৃহস্পতিবার দাদাবাড়ি বেড়াতে বরগুনা আসছিল। বাবা অফিসের কাজে ব্যস্ত থাকায় তাঁর আসা হয়নি। এরপর ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সামিয়া ও লামিয়া। তাদের নানি দুলু বেগম গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তাদের মা শিমু আক্তার এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাদের বাবা রফিক স্ত্রীকে খুঁজতে বরিশালে আছেন।  

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ। এ ঘটনায় ৪১ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে শতাধিক। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা। এ নিয়ে সাতটি মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। বাকি ৩০ মরদেহ বরগুনা সদর হাসপাতালের রাখা হয়েছে। 

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব