Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

যুবদল নেতাকে পিটিয়ে জখম, অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

যুবদল নেতাকে পিটিয়ে জখম, অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

বরিশালের গৌরনদী উপজেলায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে যুবদলের নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ঈদের পর দিন টরকী বন্দরে এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছে যুবলীগ।

আহত গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুহুল আমিন (৪২)। আহত যুবদল নেতাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুহুল আমিন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলা মামলার শিকার হয়ে গত ২–৩ বছর ঢাকায় অবস্থান করি। ঈদ উপলক্ষে বাড়িতে আসি। ঈদের পর দিন দুপুর ১২টায় বাড়ি থেকে টরকী বন্দরে যাওয়ার পথে সুন্দরদী প্যাদা বাড়ির সামনে পৌঁছালে পৌর যুবলীগের সদস্য মো. রায়হান ফকিরের নেতৃত্বে (৩২) তাঁর ৪–৫ সহযোগী জিআই পাইপ, লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।’

মো. রুহুল আমিন আরও বলেন, ‘স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা প্রকাশ্যে দিবালোকে এ ঘটনা দেখলেও সন্ত্রাসীদের ভয়ে আমাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। সন্ত্রাসী চলে যাওয়ার পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা এসে আমাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা মো. রায়হান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘হামলার সঙ্গে আমি কিংবা যুবলীগের কোনো নেতাকর্মী জড়িত নাই। নিজ দলীয় অভ্যন্তরীণ কোন্দলে তাঁর নিজ দলের লোকজন হামলা চালিয়েছে।’

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪